অনলাইন ডেস্কঃ করোনা দুর্যোগের এ সময়ে সামর্থ্যবান তারকাদের অনেকেই এগিয়ে এসেছেন সহায়তা কার্যক্রমে। প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে যারা কষ্টে আছেন এমন সহকর্মীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন তারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও। তার অর্থায়নে রাজধানীতে এবং নিজ এলাকা সিরাজগঞ্জে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করছেন কিছু স্বেচ্ছাসেবী মানুষ।
তবে তার এ কার্যক্রমটি অনেকটা গোপনেই করা হচ্ছে। যারা সহায়তা পাচ্ছেন তাদের পরিচয় যেমন গোপন রাখছেন পাশাপাশি তিনি যে ত্রাণ দিচ্ছেন এটিও কাউকে জানাচ্ছেন না।এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘অসহায় মানুষদের সহায়তা দিয়ে যাচ্ছি অনেক আগে থেকেই। কিন্তু এটি সবাইকে জানানোর বিষয়ে আমি অনাগ্রহী। কারণ এতে করে যারা সাহায্য নেন তাদের এক ধরনের অবজ্ঞা করা হয় বলে মনে করি। তাই বিষয়টি অন্তরালে থাকাই ভালো। আমার ব্যক্তিগত এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের সহায়তা তহবিলেও অর্থ সহায়তা করেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, এ দুর্যোগ থেকে যেন তিনি আমাদের রক্ষা করেন।’ অন্যদিকে করোনাসৃষ্ট লকডাউনের আগেই ঈদের ৫টি নাটকে অভিনয় করেছিলেন। তবে ঈদের আগ পর্যন্ত আরও কিছু নাটকের শুটিং করার কথা ছিল তার। করোনা ঝড়ে সব ওলট-পালট হয়ে গেছে এখন। বর্তমান অবসরে পরিবারের সান্নিধ্যে থেকে ঘরে অবস্থান করছেন এ অভিনেতা। সূত্রঃ যুগান্তর
আরো খরব সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই