তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়িসহ পাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াবদাবাধ পাড়ায় বাড়িগুলো লকডাউন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নিজেই তাকে ফোনে বলেন, কয়েকদিন তার জ্বর ও সর্দি। দুপুর থেকে শ্বাসকষ্ট হচ্ছে। এরপর বিকালেই পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং প্রশাসনের সহযোগিতায় তার বাড়িসহ পাশের চারবাড়ি লকডাউন করা হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, নমুনা পরীক্ষার শেষে ফলাফল জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
(শাসডক/২১এপ্রিল/এসএস)