করোনা সন্ধেহে কায়েমপুর ইউনিয়নে লাশ দাফন

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাস আক্রান্তে সন্ধেহে ভালুকা থেকে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে জুলমত নামে একজনের মৃত লাশ আসে। তিনি একজন গামেন্টস শ্রমিক ছিলেন। করোনা সন্ধেহে কেউ এগিয়ে না আসলে  শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ ও কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাথে একজন ইমাম জানাযার নামাজ শেষে লাশের দাফন সম্পূন করে ।

এ বিষয় ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল তার ব্যক্তিগত ফেসবুক পোষ্ট করেন  তা হুবহু তুলে ধরা হলো,

#মানব সেবায় ছাত্রলীগ
আলহামদুলিল্লাহ
#আমরা_২য়_বারের_মতন,মহান আল্লাহতালার অশেষ রহমতে,করোনা ভাইরাস আক্রান্তে সন্ধেহে, শাহজাদপুর উপজেলার,কায়েমপুর ইউনিয়নে, কাশিনাথপুর গ্রামের, জুলমত নামে একজনের মৃত লাস আসে,ভালুকা থেকে তিনি একজন গামেন্টস শ্রমিক ছিলেন,করোনা সন্ধেহে কেউ এগিয়ে না আসলে ২বারের

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাস আক্রান্তে সন্ধেহে ভালুকা থেকে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে জুলমত নামে একজনের মৃত লাশ আসে। তিনি একজন গামেন্টস শ্রমিক ছিলেন। করোনা সন্ধেহে কেউ এগিয়ে না আসলে  শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ ও কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাথে একজন ইমাম জানাযার নামাজ শেষে লাশের দাফন সম্পূন করে । এ বিষয় ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল তার ব্যক্তিগত ফেসবুক পোষ্ট করেন  তা হুবহু তুলে ধরা হলো,

#মানব সেবায় ছাত্রলীগ আলহামদুলিল্লাহ #আমরা_২য়_বারের_মতন,মহান আল্লাহতালার অশেষ রহমতে,করোনা ভাইরাস আক্রান্তে সন্ধেহে, শাহজাদপুর উপজেলার,কায়েমপুর ইউনিয়নে, কাশিনাথপুর গ্রামের, জুলমত নামে একজনের মৃত লাস আসে,ভালুকা থেকে তিনি একজন গামেন্টস শ্রমিক ছিলেন,করোনা সন্ধেহে কেউ এগিয়ে না আসলে ২বারের মতন আমরা শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের আমি সহ ছাত্রনেতা রিয়াদ,নিয়ন,আশরাফুল,রাকিব দাফন ও কাফন ও ছাত্রনেতা সুমন,কাইফ আহমেদ সজিব, কবর খুড়া ও ছাত্রনেতা মিঠুন,পারভেজ,কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিপুল আনুষাঙ্গিক কাজের মাধ্যমে লাসের দাফন সম্পূন করি,এতে আমাদের সাথে একজন ইমাম সাহেব ছাব্বির ভাই জানাযার নামাজ পড়ান ও আমরা একসাথে থেকে শেষ পযন্ত লাসের দাফনের কাজ সম্পূন করি।