৩ জন স্ত্রী থাকা সত্ত্বেও কিশোরীকে ধর্ষণ

সিরাজগঞ্জ সদরের ছোনগাছা বাজারে একটি কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই দোকান মালিককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তার ৩জন স্ত্রী রয়েছে।

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে যায়। ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে আরও দু’জন।

এরপর বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা জানালে স্বজনরা থানায় সংবাদ দেয়। রাতেই আসামি আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সূত্রঃ অধিকার নিউজ

সিরাজগঞ্জ সদরের ছোনগাছা বাজারে একটি কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই দোকান মালিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তার ৩জন স্ত্রী রয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিউটারের দোকানে মোবাইলে গান লোড দিতে যায়। ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে আরও দু’জন। এরপর বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা জানালে স্বজনরা থানায় সংবাদ দেয়। রাতেই আসামি আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রঃ অধিকার নিউজ