দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮ হাজার ২৩১ জন করোনা রোগী শনাক্ত হলো।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ৩১টি ল্যাবে পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৭৩ জনের নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় সু্স্থ্য হয়েছেন ১৪ জন। এ নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৪ জন। একই সময় যে দুইজন মারা গেছেন এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। যাদের মধ্যে একজন ঢাকার।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ২৫৩। এছাড়া আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮ হাজার ২৩১ জন করোনা রোগী শনাক্ত হলো। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ৩১টি ল্যাবে পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৭৩ জনের নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় সু্স্থ্য হয়েছেন ১৪ জন। এ নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৪ জন। একই সময় যে দুইজন মারা গেছেন এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। যাদের মধ্যে একজন ঢাকার। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ২৫৩। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ১৮ হাজার ৪৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন।