শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর তীরে হতদরিদ্র রোগীদের মাঝে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সকাল ১১টায় যমুনা অববাহিকার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিব হাসনাত,ডাঃ একেম সাইফুল্লাহ।

এছাড়াও এস,এ,সি,এম,ও দুইজন, স্বাস্থ্য সহকারী দুজন ও সি,এইচ,পি ১জন ক্যাম্পে সহযোগীতা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যমুনা তীরের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য করোনাকালীণ সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। যেখানে বিশেষঞ্জ দুজন ডাক্তার রোগী দেখছেন।  পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর তীরে হতদরিদ্র রোগীদের মাঝে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় যমুনা অববাহিকার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিব হাসনাত,ডাঃ একেম সাইফুল্লাহ। এছাড়াও এস,এ,সি,এম,ও দুইজন, স্বাস্থ্য সহকারী দুজন ও সি,এইচ,পি ১জন ক্যাম্পে সহযোগীতা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যমুনা তীরের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য করোনাকালীণ সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। যেখানে বিশেষঞ্জ দুজন ডাক্তার রোগী দেখছেন।  পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।