মিঠুন বসাক :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নে মঙ্গলবার (১২ মে) পরিষদ চত্তরে ৩'শ ৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে কর্মহীনতার ফলে দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং কেউ না খেয়ে মারা যাবেনা এ প্রতিশ্রুতি বাস্তাবায়নে প্রতি ইউনিয়নে ত্রান বরাদ্দ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় আজ উপজেলার খুকনি ইউনিয়নে ৩‘শ ৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অদ্য খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মারুফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী(LGED) মোঃ আলী আহাম্মেদ আলমামুন ও ইউপি সদস্যগণ প্রমুখ।
বিতরণের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন, প্রধানমন্ত্রীর প্রেরিত খাদ্য সামগ্রী আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।