প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অ’ভিনেত্রী। কিন্তু দ্বিতীয় ছবিতে আর দেখা যায়নি তাকে। ৪৫ বছর ধরে তাকে খুঁজে পায়নি সিনেপ্রেমীরা। রোববার তার মৃত্যুর খবরে জানা গেল, এতোদিন কোথায় ছিলেন এই অভিনেত্রী।
ঢাকাই ছবির এই চিত্রনায়িকার নাম – জবা চৌধুরী। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘জিঘাংসা’ ছবিতে অভিনয় করেন তিনি।
এতো পুরনো সিনেমা’র কথা এখন অনেকের না জানা থাকলেও এর একটি গান এখনও মানুষে’র হৃদয়ে গেঁথে আছে। গানটি হলো – ‘পাখির বাসা’র মতো দুটি চোখ তোমা’র, ঠিক যেন নাটোরের বনলতা সেন’।
জানা গেছে, ‘জিঘাংসা’ ছবির প্রযোজককে বিয়ে করে সিনেমা জগত থেকে একেবারে বিদায় নেন জবা। পুরদস্তুর গৃ’হিণী হয়ে অন্তরালে চলে যান। স্বামী মারা যাওয়ার পর ১৯৯৩ সালে দিনাজপুরের রানীর বন্দরে নিজ গ্রামের বাড়িতে চলে যান।
প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন এই অ’ভিনেত্রী। কিন্তু দ্বিতীয় ছবিতে আর দেখা যায়নি তাকে। ৪৫ বছর ধরে তাকে খুঁজে পায়নি সিনেপ্রেমীরা। রোববার তার মৃত্যুর খবরে জানা গেল, এতোদিন কোথায় ছিলেন এই অভিনেত্রী।
ঢাকাই ছবির এই চিত্রনায়িকার নাম – জবা চৌধুরী। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘জিঘাংসা’ ছবিতে অভিনয় করেন তিনি।
এতো পুরনো সিনেমা’র কথা এখন অনেকের না জানা থাকলেও এর একটি গান এখনও মানুষে’র হৃদয়ে গেঁথে আছে। গানটি হলো – ‘পাখির বাসা’র মতো দুটি চোখ তোমা’র, ঠিক যেন নাটোরের বনলতা সেন’।
জানা গেছে, ‘জিঘাংসা’ ছবির প্রযোজককে বিয়ে করে সিনেমা জগত থেকে একেবারে বিদায় নেন জবা। পুরদস্তুর গৃ’হিণী হয়ে অন্তরালে চলে যান। স্বামী মারা যাওয়ার পর ১৯৯৩ সালে দিনাজপুরের রানীর বন্দরে নিজ গ্রামের বাড়িতে চলে যান।