করোনাভাইরাসে আক্রান্ত আরো দুইজন সুস্থ হয়ে ফিরলেন পরিবারে। তারা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড় কচুয়া গ্রামের সাহাবুদিন (৫০) ও হাতিশাল গ্রামের সামিউল ইসলাম (২৪)।
তাদের শরীরে গত ১৪ এপ্রিল করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তারা প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হলেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৩ জন সুস্থ হলেন।
বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার করোনা জয়ী সাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে এবং সামিউল ইসলামকে হাসপতাল থেকে যাবার সময় অভিনন্দন জানান এবং তাদের হাতে সুস্থতার সনদপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রকুমার প্রকাশ, ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
সূত্রঃ বিডি প্রতিদিন
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।