শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসে করোনা সংক্রমণ প্রতিরোধে সেমিনার

রনজিৎ শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাবজোনাল অফিসের আয়োজনে শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই ব্যাচে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাবোধ জরুরী।তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সকল নিয়মাবলী মেনে চলার আহব্বান জানান।

করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহেদুল হক।

কোভিড ওয়ারিয়র প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাবজোনাল অফিসের এজিএম মধুসূধন রায়ের সভাপতিত্বে সেমিনারে করোনা ভাইরাসের ইতিহাস,করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণসমূহ,প্রতিরোধের উপায় সমূহ,হাত ধোয়ার পদ্ধতি,মাস্ক ব্যবহারের নিয়ম