রংপুরের পীরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে পাঁচ প্রকার সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নের এক হাজার কৃষকের মাঝে ঢেঁড়স, কলমি শাক, লাল শাক, চিচিঙ্গা ও ঝিঙ্গা বীজ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।
পরে উপজেলার পাকার মাথা নামক স্থানে কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
সূত্রঃ কালের কন্ঠ
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।