রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এই মাসের পূর্ণ রহমত ও বরকত পেতে হলে যথার্থরূপে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহভীতি অর্জন করতে হবে। আর আল্লাহভীতির চূড়ান্ত ফলাফল হলো বান্দা আল্লাহ অভিমুখী হবে। পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সমর্পণ করবে। বরকতপূর্ণ এই মাস বিদায়ের পথে তাই একবার হিসাব মিলিয়ে দেখা দরকার আমরা কতটা আল্লাহভীতি অর্জন করতে পারলাম এবং আল্লাহমুখী হতে পারলাম।
সাওম পালন ও আল্লাহমুখী হওয়া
আরবি সাওমের অর্থ বিরত থাকা। শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাকে সাওম বলে। (ফাতাওয়ায়ে শামি : ২/৯২)
সাওম সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা ও তদানুযায়ী আমল করা বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮০৪)
রোজা সম্পর্কে এমন আরো অনেক হাদিস রয়েছে। এসব হাদিস পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে, সাওম শব্দের অন্তর্নিহিত বিরত থাকার অর্থ অত্যন্ত ব্যাপক ও তাৎপর্যময়। যা আল্লাহর সব আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকার অর্থ অন্তর্ভুক্ত করে।
এ ছাড়া