খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন

ডেস্ক নিউজঃ চরফ্যাশন উপজেলার আসলামপুর আ. আজিজ হাওলাদারের মাছের খামারে বিষ প্রয়োগ করে রেণু-পোনাসহ প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি ওয়ার্ড যুবলীগের সভাপতি। পুলিশ এবং সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চরফ্যাশন থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আসলামপুর ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য অজিউল্লাহর ছোট ভাই আ. আজিজ হাওলাদারে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। চলতি বছর প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির রেণু-পোনা ছাড়েন তিনি। এ ছাড়াও ওই খামারে পুকুরে ৪ লক্ষাধিক টাকার রুই, কাতল, মৃগেল, কার্পসহ বিভিন্ন জাতের বড় মাছ চাষ করে আসছিলেন।

তার অভিযোগ, গত ৮ মে পার্শ্ববর্তী বাড়ি জাহাঙ্গীর ও মাইনউদ্দিনের হাঁস খামারে আসলে আমি ধরে ইজারাতে দেই। এর পর থেকে তারা আমি কিভাবে এ খামারে মাছ চাষ করি দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। গত বৃস্পতিবার রাতে তারাসহ আরো কয়েকজন মিলে আমার খামারে বিষ প্রয়োগ করে আমার প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলছে। এমনকি কতগুলো পেঁপে গাছ কেটে ফেলছে। আমি ছয়জনকে আসামি করে থানায়