কুমিল্লার লাকসামে মুদাফরগঞ্জ বাজারে জনস্রোত, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

ডেস্ক নিউজঃ ঈদকে সামনে রেখে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ বাজারে যেন জনস্রোত নেমেছে। ব্যবসায়ী ও ক্রেতারা মানছেন না স্বাস্থ্যবিধি। ব্যবসায়ী সংগঠন নিষ্ক্রিয় থাকায় নেয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। এতে করোনা ঝুঁকির আশঙ্কা করছেন সচেতন মহল।
জানা যায়, লাকসামের পশ্চিমাঞ্চলে মুদাফরগঞ্জ সর্ববৃহৎ একটি আঞ্চলিক বাজার। এখানে শত শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঈদকে সামনে রেখে ওই বাজারের কাপড়, গার্মেন্ট, কসমেটিক্স ও জুতা দোকানসমূহে প্রতিদিনই ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল হওয়ার পরপরই ক্রেতা-বিক্রেতাদের আগমনে মুখরিত হয়ে উঠে পুরো বাজার। বেলা যত গড়াতে থাকে ক্রেতাদের ভীড়ও তত বাড়তে থাকে। বাজার কমিটি থাকলেও বছরের পর বছর নিষ্ক্রিয়। তাদের পক্ষ থেকে নেয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শাহীন করোনা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সাম্প্রতিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দিলেও কোনো ব্যবসায়ী তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। তিনি ব্যবসায়ীদের ১২টা পর্যন্ত দোকান চালু রাখার সময়সূচি নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা খেয়া