ফেসবুকে বিতর্কিত পোস্ট, লালমনিরহাটে প্রভাষক গ্রেফতার

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক পদ্ধতি গ্রহণ ও সর্তক থাকার বিষয়সমূহকে ভুয়া আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আদর্শ কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মো. শরিফুল ইসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ মে/২০ তারিখে ওই কলেজ শিক্ষক তার ফেসবুক ওয়ালে ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি শিরোনামে কোলাকুলি করা, মোসাফাকরা থেকে দূরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা এ সমস্ত কথা কোরআন, ইসলাম, ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে।

স্যানিটাইজার, মাস্ক ব্যবহার, বাসায় থাকা প্রভৃতি ভাইরাস প্রতিরোধে ৯৯.৫০% ভুয়া। এ সকল কথা প্রমানিত করতে পারলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করার চ্যালেঞ্জ দেন তিনি। না পারলে তাকে টাকা দিতে হবে ও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে।
উল্লেখ করে তার নাম কলেজের নাম মোবাইল ও এনআইডি নম্বর দিয়ে পাবলিশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম