নবাবগঞ্জ জাতীয় উদ্যানে ইনরিছমেন্ট বাগান সৃজনে বৃক্ষ রোপন

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর):দিনাজপুরের নবাব গঞ্জে সামাজিক বন বিভাগের অধীনে চরকাই রেঞ্জের (নবাবগঞ্জ বিট ) জাতীয় উদ্যানে ৩০.০ হেঃ ইনরছিমেন্ট বাগান সৃজনের কাজের উদ্বোধন করা হয়েছে । বৃক্ষরোপনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি ।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ নাজমুন নাহার , বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান , সামাজিক বন বিভাগ দিনাজপুর সহকারী বন সংরক্ষক, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খায়রুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।