নিজস্ব প্রতিনিধি : শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারের কনিকা ডিজিটাল কালারল্যাবের ল্যাব অপারেটর আশরাফ আলীর(৩৫) মাথা ফাটালেন পৌর ট্রাফিক মিজানুর রহমান মিজান(৪০)। এ বিষয়ে আহত আশরাফ আলী জানান,তিনি ল্যাবে বসে কাজ করছিলেন। এ সময় একটি ট্রাক ওই ট্রাফিরের নির্দেশে ডাইভাট রোডে প্রবেশের সময় দোকানের সামনের বেশ কিছু অংশের ক্ষতি সাধন করে। এর প্রতিবাদ করায় শাহজাদপুর পৌরসভার নিয়োগকৃত ট্রাফিক মিজানুর রহমান মিজান ক্ষুব্ধ হয়ে তাকে হাতের পাইপ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তিনি অভিযোগ করে আরো বলেন, মনিরাপুর ও দ্বারিয়াপুর বাজারে কোন প্রকার ভারী যাবহণ (ট্রাক-বাস) প্রবেশ নিষিদ্ধ হলেও এ সব ট্রাফিক উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে প্রবেশ করতে দেয়। পরে যানজট সৃষ্টি হলে তার ল্যাবের সামনের সড়ক দিয়ে আটকা পড়া ভারী যানবহণ ডাইভাট করে দেয়। এতে প্রায়ই সেখানে দূর্ঘটনা ঘটে। এ দিনও দূর্ঘটনা ঘটলে এর প্রতিবাদ করায় ওই ট্রাফিক তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। এ বিষয়ে মণিরামপুর বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ খান জানান,দিনের বেলায় পৌরসভার বাজারের ব্যস্ততম রাস্তা গুলো দিয়ে কোন প্রকার ভারী যানবাহণ শহরে প্রবেশ করা নিষেধ। এ বিষয়ে পৌরসভা থেকে মাইকও করা হয়েছে। তারপরেও ট্রাফিকদের দূর্ণীতির কারণে তা মানা হচ্ছে না। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মারপিটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ খবর জানার পরে আমি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে আহত আশরাফ আলীর চিকিৎসার ব্যবস্থা করি। এ ছাড়া তাৎক্ষণিক ভাবে ওই ট্রাফিককে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবহন মালিকদের অসহযোগিতার কারণে পৌর এলাকায় ভারী যানবাহণ চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছেনা। অচিরেই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।