‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

সময়ের সেরা বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই বিতর্ক চলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। যেখানে রোনালদোকেই সেরা মানেন তামিম ইকবাল। রোনালদোর ভক্ত রোহিত শর্মাও। সিআরসেভেনকে কতটা পছন্দ করেন জানাতে গিয়ে ভারতীয় ওপেনার বলেন, রোনালদো ইজ দ্য কিং।তামিমের রোনালদো প্রীতি অজানা নয় সমর্থকদের। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের প্রতি আলাদা একপ্রকার ভালোলাগা আছে তার।

শুক্রবার (১৫মে) তামিমের সাথে সরাসরি ভিডিও আড্ডায় যোগ দিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মা। তিনিও রোনালদো এবং রিয়াল মাদ্রিদের সমর্থক। সেটা বেশ ভালোভাবেই জানা ছিল তামিমের।

আড্ডার এক ফাকে রোহিতকে উদ্দেশ্য করে তামিম বলেন, ‘আমি জানি তুমি একজন রিয়াল মাদ্রিদ সমর্থক। আমিও রিয়ালের সমর্থক। ড্রেসিংরুমে অধিকাংশ সময় আমরা রিয়াল-বার্সা নিয়ে লড়াই করি। আমাদের দলে অর্ধেক প্রায় বার্সেলোনার সমর্থক, অর্ধেক রিয়ালের। তুমিও রোনালদোর বড় ভক্ত?’জবাবে রোহিত বলেন, ‘হ্যা অবশ্যই। রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং। সে তার পেশাদার ক্যারিয়ারে যা করেছে তা অসাধারণ। ওর অর্জনের সামনে তুমি মাথা নত করতে বাধ্য। ও যে জায়গা থেকে উঠে এসছে,