ইনিংস বড় করার ‘রহস্য’ জানালেন রোহিত

অনেকেই ডাকেন ‘হিটম্যান’, আবার অনেকেই বলেন রো’হিট’! মারকুটে আর অনবদ্য ব্যাটিংয়ের জন্য অনেক নামেই বিশেষায়িত হয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ব্যাট হাতে শুধু শতক হাঁকিয়েই তৃপ্ত হন না রোহিত, ছোটেন বড় সংগ্রহের দিকে। ইনিংস বড় করার সেই রহস্য নিজেই খোলসা করলেন তিনি।

একাধিক রেকর্ডের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের ব্যক্তিগত সর্বোচ্চ (২৬৪) রানের ইনিংসটিও রোহিতের দখলে। একমাত্র ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরিও তার। ৩টি ডাবল সেঞ্চুরির পাশাপাশি এই ফরম্যাটে সর্বমোট ৮টি দেড়শ ছাড়ানো ইনিংস আছে ভারতীয় ওপেনারের।

শুক্রবার (১৫মে) রোহিতের সাথে ভিডিও আড্ডার এক ফাকে তামিম জানতে চান কীভাবে নিজের ইনিংস বড় করেন তিনি? এর পিছনে কোন রহস্য বা অশরীরী কোন শক্তি আছে কীনা জানতে চান তামিম। তবে তামিমের মজার ছলে করা প্রশ্নে ক্রিকেটীয় ভঙ্গিতেই ব্যাখ্যা দিয়েছেন রোহিত।এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘ইনিংস শুরু করতে প্রথমে আমি চাপে থাকি। এরপর যখন খেলতে খেলতে একশ করে ফেলি, তখন তো অসাধারণ লাগে। একশ করে ফেলার পর আর কোনও চাপ নেই। তখন নির্ভার হয়ে খেলতে চেষ্টা করি।’‘একশ হয়েই গেলে সাধারণত কোনও ব্যাটসম্যানকে আউট করা যায় না,