বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা সমর্থন পাই না : রোহিত

বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্পে প্রথম দিকেই আসবে সমর্থকদের নাম। টাইগার ক্রিকেটের ভালো-মন্দ, সবসময়ই সমর্থন জুগিয়ে গেছেন সমর্থকেরা। লাল-সবুজের সমর্থকদের সাধুবাদ জানাতে ভুল করলেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা। জানালেন, একমাত্র বাংলাদেশে খেলতে এলেই মাঠে সমর্থন পান না তারা।

যেকোনো খেলাধুলায় খেলোয়াড়দের মূল শক্তি বা দ্বাদশ ব্যক্তি হিসেবে ভূমিকা রাখেন সমর্থকেরা। এই হিসেবে অন্যদের থেকে ঢের এগিয়ে বাংলাদেশ ক্রিকেট। শুধু দেশেই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলতে গেলে ম্যাচের কয়েকদিন আগেই ফুরিয়ে যায় ম্যাচ টিকিট। যার সিংহভাগই কেনেন টাইগার সমর্থকেরা।

একই চিত্র উপমহাদেশের আরেক দল ভারতের ম্যাচেও। এমনও দেখা যায় যে, যেদেশে খেলতে গেছে বিরাট কোহলির দল, সেই দেশের স্থানীয় সমর্থকদের থেকে কয়েকগুণ বেশি ভারতীয় সমর্থক। পুরো গ্যালারি দখলে রাখেন তারা। অথচ বাংলাদেশে খেলতে এলে উল্টো চিত্র দেখতে হয় রোহিতদের।করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন থমকে গেছে জীবনযাপন। বন্ধ আছে সকল প্রকার খেলাধুলা। দীর্ঘদিন ঘরবন্দি থেকে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকেই। তখন অবসাদে খান