নাফিস ইকবালকে স্মরণ করলেন রোহিতের স্ত্রী

তামিম ইকবাল ও রোহিত শর্মার আড্ডায় উঠে এলো রোহিতের স্ত্রী ও তামিমের বড় ভাইয়ের বন্ধুত্বের গল্প। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ছিলেন নাফিস ইকবাল। তখনই রোহিতের পরিবারের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল।২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের ম্যানেজার ও দোভাষী হিসাবে দলটাকে যোগ দিয়েছিলেন নাফিস। মুম্বাইয়ের কোচ ছিলেন মাহেলা জয়াবর্ধনে এবং তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খুলনা টাইটান্সেরও কোচ ছিলেন। সেই সময় খুলনা টাইটান্সের ম্যানেজার ছিলেন নাফিস। এখান থেকে যোগসাজশ হয়।

তখন প্রায় দুই মাস মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ছিলেন নাফিস। মুম্বাইয়ের অধিনায়ক রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ একজন ক্রিকেট অনুরাগী এবং স্বামীর ব্যাটিং দেখার জন্য ছুটে আসতেন মাঠে। আইপিএল বিভিন্ন শহরে খেলা হয়ে থাকে। দলের সাথে তিনিও যেতেন। এভাবেই নাফিসের সাথে তার পরিচয় এবং ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

রোহিত জানান, একবার এয়ারপোর্টে তার স্ত্রীকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিয়েছিলেন এই সাবেক বাংলাদেশি ব্যাটসম্যান।রোহিতের ভাষায়, ‘যখন মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিল সে বছর নাফিস ইকবাল আমা