বিপিএলকে আরও জনপ্রিয় করার উপায় জানালেন রোহিত

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দিক থেকে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের সবথেকে সফল অধিনায়ক ধরা হয় রোহিত শর্মাকে। সেই রোহিত এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিলেন। জানালেন বিপিএলকে কীভাবে আরও বেশি জনপ্রিয় করা যায়।প্রতিবছরই বিপিএল শুরু হয় বড় ধরণের পরিবর্তনের মধ্য দিয়ে। যেখানে ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আগের আসরের ফ্র্যাঞ্চাইজি দল ধরে রাখা। বিপিএলে মজার এক রেকর্ড আছে মুশফিকুর রহিমের। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সাত আসরে ভিন্নি ভিন্ন সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।

শুধু মুশফিকই নন, অনেক তারকা ক্রিকেটারকেই প্রায় প্রতি আসরে দল বদলাতে হয়। এই যেমন তামিম ইমবাল; চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর সবশেষ আসরে মাঠে নেমেছেন ঢাকা প্লাটুনের হয়ে।বিপিএলের জনপ্রিয়তা আরও বাড়াতে হলে এই সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে মনে করেন রোহিত। এর জন্য বিসিবিকেই দায়িত্ব নিতে বললেন তিনি। আইপিএলে একই ক্রিকেটার দীর্ঘদিন নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ফলে তাদের এমন সফলতা এসেছে বলে জানান রোহিত। তিনি নিজেও মুম