নাঙ্গলকোটে স্বামীর বিরুদ্ধে স্ত্রী গুমের অভিযোগ

ডেস্ক নিউজঃ কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের অষ্টগ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্ত্রীকে গুমের অভিযোগ উঠেছে। গত রবিবার ঈদ কেনাকাটার নামে স্ত্রী আয়েশাকে তার পিতার বাড়ি থেকে নেওয়ার সাতদিন পরও কোন সন্ধ্যান মেলেনি। এ ঘটনায় একই দিন নিখোঁজের মা সীমা আক্তার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন ।

জানা গেছে, ২০১৮ সালের শেষ দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের জাহাঙ্গীর আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দেওভান্ডার গ্রামের আয়েশা আক্তারের। বিয়ের ৩ মাস পর তার স্বামী প্রবাসে চলে যান। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে শ্বশুর শাশুড়িসহ স্বামীর পরিবারের লোকজন সব সময় নানা ভাবে যৌতুকের জন্য তাকে চাপ সৃষ্টি করেন। আয়েশার প্রবাসী বাবা মেয়ের সুখের জন্য তাদের অনেক অন্যায় আবদার পূরণ করেন।

সর্বশেষ প্রবাস থেকে মোবাইল ফোনে শাশুড়ির কাছে ২ লাখ টাকা দাবি করে জামাই জাহাঙ্গীর। এ টাকা দিতে না পারায় দীর্ঘদিন ধরে আয়েশার উপর নির্যাতন চালানো হয়। পরে প্রবাসে ১ বছর থেকে গত ৩ মাস আগে দেশে এসে আয়েশার ৫ ভরি স্বর্ণের গহণা বন্ধক দেয়ার কথা বলে স্বামী জাহাঙ্গীর নিয়ে যায়।

এর পর গত ৮ মে শুক্রবার বাবা