ফুটপাতে ১৫০ টাকায় পিপিই

ডেস্ক নিউজঃ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পাওয়া যাচ্ছে না এমন আলোচনা ছিল কয়েক দিন আগেও। সেই পিপিই এখন পাওয়া যাচ্ছে ফুটপাতে। দাম ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। তবে এসব পিপিই করোনাভাইরাস থেকে কতটা সুরক্ষা দিতে পারবে, তা নিয়ে সন্দেহ খোদ ক্রেতাদের মধ্যেই। তার পরও দেদার কিনছে মানুষ। রেইনকোটকেও পিপিই হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। আর রাস্তায় রাস্তায় হকাররা বিক্রি করছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস।

এদিকে সুরক্ষা পণ্যের জমজমাট কেনাকাটা চলছে অনলাইনভিত্তিক ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমে। মানের কোনো বালাই না থাকলেও দাম নিয়ন্ত্রণহীন। যে যার মতো বানাচ্ছে আর ব্যবসা করছে। এ ছাড়া ফার্মেসিগুলো থেকেও সরকারের নজরদারির অভাবে চড়া দামে ক্রেতাদের মাস্ক, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম কিনতে হচ্ছে।

গত তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মতিঝিল, পল্টন, গুলিস্তান, টিকাটুলিসহ বিভিন্ন এলাকার ফুটপাতে পিপিই বিক্রি হচ্ছে। টিকাটুলিতে রাজধানী মার্কেটের পাশে সুরক্ষা সরঞ্জাম নিয়ে কয়েকটি দোকান বসেছে। এক দোকানি জানান, দেড় শ টাকা দামের পিপিই খুব ভালো। এটি ধুয়ে পরা যায়।

গতকাল শুক্রবার বিকেলে জসিম উদ্দিন নামের এ