মুমিনুলের ৭৫ থেকে ৪০

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। সকল ধরনের ক্রিকেট আপাতত বন্ধ। শুধু ক্রিকেট নয় সকল ধরনের খেলার আসরই বলতে গেলে এখন বন্ধ। আইসিসি তাদের বিভিন্ন বাছাইপর্বের খেলা আগামী জুলাই মাস পর্যন্ত বন্ধ রেখেছে। লম্বা সময় ক্রিকেট ভক্তদের জন্য থাকছেনা কোনো আন্তর্জাতিক ক্রিকেট।

এই বিরতিতে তাই চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের আলোচিত কিছু ম্যাচ, ঘটনা ও খেলোয়াড়দের কিছু ব্যক্তিগত সাফল্য ব্যর্থতার ব্যাপারে। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ক্যারিয়ারের উঠানামার কথা।মুমিনুল হক বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর এই দায়িত্ব আসে মুমিনুল হকের উপর। একসময় শুধু দেশের নয় পুরো বিশ্বেই আলোচিত একজন ব্যাটসম্যান ছিলেন তার অসাধারণ গড়ের জন্য। তবে সময় যতই গড়িয়েছে তা যেনো মরিচীকা মনে হচ্ছে। ২০১৩ সালে ক্যারিয়ারের শুরুটা করেন ভালোভাবেই। ক্যারিয়ারের শুরুর দিকেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই ফিফটির দেখা পান। আলোচনায় আসেন নিউজিল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজে ২ টেস্টে ১৮১ ও ১২৬ রানের দুইটি ইনিংস খেলেন।

পরবর্তীতে