করোনাভাইরাস সংক্রান্ত শরিয়তের বিধি-বিধান

করোনাভাইরাসের কারণে পৃথিবীব্যাপী মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। যার প্রভাব পড়েছে তাদের ধর্মীয় জীবনেও। তাই করোনাভাইরাস সংক্রান্ত ইসলামী শরিয়তের বিধান নিয়েও শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা। রিয়াদের শরয়ি বিষয়ক ম্যাজিস্ট্রেট ও বিশিষ্ট আইন গবেষক ড. খালিদ বিন আলী আল-মুশায়্যাকা করোনা সংক্রান্ত ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ কিছু বিধান তুলে ধরেছেন। যার সংক্ষেপণ ও ভাষান্তর করেছেন আতাউর রহমান খসরু

টিকা গ্রহণ : বেশির ভাগ আলেমের মতে, মহামারি ও অন্যান্য রোগের জন্য টিকা গ্রহণ করা জায়েজ। কেননা তা ‘আল্লাহর ওপর আস্থা’র বিপরীত নয়; বরং তা আল্লাহ প্রদত্ত একটি উপায় গ্রহণ মাত্র। রোগ, বালা-মুসিবতের হাত থেকে আত্মরক্ষা করা হবে—এটাই ইসলামী শরিয়তের মূলনীতি। রাসুলুল্লাহ (সা.) উম্মতকে কুদৃষ্টি, জিন ও জাদুর প্রভাব থেকে বাঁচতে সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া ও তাসবিহ এবং স্বাস্থ্য সুরক্ষার পদ্ধতি শিখিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে, ওই দিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস ২০৪৭)
এ জাতীয় হাদিস দ্বারা প্রমাণিত হয়, রোগ থেকে আত্মরক্ষার জন্য টিকা গ্রহণ বৈধ