করোনা পরবর্তী জীবন থেকে উধাও হবে যেসব জিনিস

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে আজ বিপর্যস্ত গোটা বিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাসের বিষাক্ত ছোবলে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশটি ও অঞ্চল। এসব দেশে এখন পর্যন্ত (শনিবার বেলা পৌনে ১১টা) আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৮ হাজার ৫৫৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৫৪ জনের।

মহামারী করোনাভাইরাস শুধু মানুষের শরীরে নয়, আমূল পরিবর্তন এনেছে আমাদের দৈনন্দিন জীবনেও। এই মুহূর্তে ঘর থেকে বের হলেই মাস্ক আমাদের সঙ্গী। সেই সঙ্গে যতটুকু সম্ভব আমরা সবাই চেষ্টা করছি শারীরিক দূরত্ব মেনে চলতে। বারে বারে হাত ধুচ্ছি। হাতে মাখছি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও লকডাউনে অনলাইনের উপর নির্ভরতা বেড়েছে।

করোনাভাইরাস আঘাত হানার আগে পাবলিক প্লেসে এমন অনেক জিনিস ব্যবহারে আমরা অভ্যস্ত ছিলাম, যেগুলো আর পরবর্তীতে থাকবে না। লকডাউন একবার উঠে গেলেই করোনার সংক্রমণ ঠেকাতে উঠে যাবে সেগুলোও। একনজরে দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী?

লিফটের বোতাম
লিফটের বোতাম আমরা ব্যবহার করি অফিসে, শপিং মলে আরও অন্যান্য জায়গায়। আর সেই বোতামে আরও বহু মানুষই হাত দিয়ে থাকে সারাদিনে। নিউইয়র্কের একটি আর্কিটেকচার ফার্মের সদস্য মাইকেল সাইরাকিউজের মতে, ‘এলি