করোনাভাইরাস মোকাবেলায় এবার স্মারক নিলামে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তার ব্যবহৃত একটি ব্রেসলেট নিলামে দিয়েছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার কাজে।বাংলাদেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সংকট মোকাবেলায় মূল্যবান ক্রিকেট স্মারক নিলামে বিক্রি করছেন ক্রিকেটাররা। ইতিপূর্বে সাকিব আল হাসান গত বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তোলেন, যা ২০ লাখ টাকায় কিনে নেন একজন প্রবাসী বাংলাদেশ। সম্প্রতি ১৭ লাখ টাকায় মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট ক্রয় করেছেন শহীদ আফ্রিদি।
এছাড়া সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও আকবর আলী তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন করোনা মোকাবেলার উদ্দেশ্যে। তাদের পর মহৎ এই উদ্যোগে শামিল হচ্ছেন ইতোমধ্যে নানামুখী প্রশংসনীয় কাজে জড়ানো মাশরাফি। দীর্ঘ ১৮ বছর ব্যবহার করা একটি ব্রেসলেট তিনি নিলামে তুলেছেন অনলাইন প্লাটফর্ম অকশন ফর অ্যাকশনের মাধ্যমে।
ব্রেসলেটটির ভিত্তিমুল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। অর্থাৎ, যিনি বা যারা ব্রেসলেটটি ক্রয় করতে চাইবেন, নিলামের শুরুতে অন্ততপক