হাথুরুসিংহের অধীনে আর কখনোই খেলতে চান না ইমরুল

বাংলাদেশে যতজন হেভিওয়েট কোচ কাজ করেছেন, তাদের মধ্যে চন্ডিকা হাথুরুসিংহের নাম উপরের দিকেই থাকবে। যতদিন বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন, সবসময়ই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে। তাকে নিয়ে চটকদার নানা গল্পও শোনা যায়। ক্রিকেটারদের একটি অংশ তাকে পছন্দ করতেন না- এটি তারই একটি।

সেই হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে বিদায় বলেন। যদিও শ্রীলঙ্কায় তার অভিজ্ঞতা সুখকর ছিল না। ব্যর্থতার কারণে দল তাকে রীতিমত হেলায় ফেলে রেখেছিল। শেষপর্যন্ত বেছে নিয়েছে তার বিকল্প। বিশ্বকাপের পর স্টিভ রোডসের সাথে চুক্তির ইতি ঘটালে সেই হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হওয়ার একটি গুঞ্জন ফের উঠেছিল।

তবে হাথুরুসিংহে নন, বাংলাদেশের দায়িত্ব পান রাসেল ডমিঙ্গো। বর্তমানে তার সাথে বাংলাদেশ দলের কোচিং স্টাফে রয়েছেন হাই প্রোফাইল কোচরা। তবে সেই হাথুরুসিংহেকে আর কখনোই নিজের কোচ হিসেবে দেখতে চান না জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।সম্প্রতি ক্রিকাড্ডার ফেসবুক লাইভে ইমরুলের কাছে জানতে চাওয়া হয়, জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে ও স্টিভ রোডসের মধ্যে কোন কোচের অধীনে তিনি আর কখনো খেলতে চান না। এই প্রশ্নের জবাবে ইমরুল জানান হাথুরুসিংহের ক