করোনাভাইরাসে সৃষ্ট সংকটে রুবেল হোসেন একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েই চলেছেন। ইতিপূর্বে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া ও বাসা ভাড়া মওকুফ করা রুবেল এবার ৩০০ মানুষকে পৌঁছে দিচ্ছেন ঈদ উপহার। পবিত্র রমজান মাস শেষের পথে, আর কদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কাজ করে উৎসবের আমেজ। তবে এবার সেই আমেজ যেন গ্রাস হয়েছে করোনায়।
ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য-কেনাকাটা বন্ধ রয়েছে বেশিরভাগ এলাকায়। উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা সঞ্চয়ের টাকায় দিনযাপন করতে পারলেও বিপাকে স্বল্প আয়ের মানুষেরা। দুমুঠো খাবার জোগাড় করাই যেন দুরূহ হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য। সেখানে ঈদ উদযাপন তো রীতিমত বিলাসিতা!তবে নিম্ন আয়ের এমনই ৩০০ মানুষকে ঈদ উপহার তুলে দিচ্ছেন ক্রিকেটার রুবেল হোসেন। এই তারকা পেসার ৩০০ মানুষের ঈদের আমেজ এনে দিতে নিজে যেভাবে এগিয়ে এসেছেন, সেভাবে সমাজের অন্যান্য বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রুবেল বলেন, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এ