ইমরুল কায়েসের কাঁধে হাত দিয়ে খোশগল্পে মশগুল বিরাট কোহলি- এই ছবিটি দেখেননি এমন মানুষ পাওয়া ভার। বাংলাদেশের ভারত সফরের সময় তোলা এই ছবিতেই স্পষ্ট, বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানের সাথে বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েসের বন্ধুত্ব। ইমরুলের সাথে কোহলির এই বন্ধুত্বের শুরু ২০০৭ সালে। সম্প্রতি ক্রিকাড্ডার ফেসবুক লাইভে ইমরুল কোহলির সাথে তার বন্ধুত্বের গল্প তুলে ধরেন। ইমরুল জানান, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে কোহলি তার ‘পার্টনার’ ছিলেন।
ইমরুল বলেন, ‘২০০৭ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক মাসে একটা ক্যাম্প করেছিলাম একসাথে। ওখান থেকেই কোহলির সাথে আমার পরিচয়। আমি আর কোহলি পার্টনার ছিলাম। ব্যাটিং অর্ডার ছিল, সেখানে আমি আর ও পার্টনার। এক মাস একসাথে ছিলাম, একসাথে রানিং করতাম। ও তখন অনূর্ধ্ব-১৯ খেলে গেছে আর আমিও জাতীয় দলে ঢুকব ঢুকব এমন পরিস্থিতি। এরপর সবাই চলে আসলাম দেশে। পরে বিশ্বকাপে তার সাথে দেখা হয়।’ বিশ্বকাপে এসেও ইমরুলকে ভুলেননি কোহলি। তার স্লেজিংও করেছিলেন। তবে যতবারই দুজনের দেখা হয়, আন্তরিকতা দেখিয়ে প্রথমে কথা বলতে আসেন কোহলিই।
ইমরুল জানান, ‘বিশ্বকাপে ও আবার আমাকে স্লেজিং করেছিল। মাঠের ভেতর আগ্র