বাংলাদেশ দল স্বীকৃত ওয়ানডে ক্রিকেট খেলা শুরু করেছিল ১৯৮৬ সালে। ২৩তম ম্যাচে ১৯৯৮ সালে প্রথম ওয়ানডে ক্রিকেটে জয় পায় টাইগাররা। রফিক-আকরামদের সেই জয়ের ২১ বছর পরে মাশরাফি-মুশফিকদের হাত ধরে কোনো টুর্নামেন্টের শিরোপা ওঠে বাংলাদেশের হাতে। চমকপ্রদ হলেও সত্য দুইটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল ১৭ মে তারিখে।
১৯৯৮ সালের ১৭ মে ছিল বাংলাদেশের জন্য সেই মাহেন্দ্রক্ষণ, যেই একটি জয়ের জন্য বাংলাদেশ অপেক্ষা করছিল ১২ বছর ও ২২টি ম্যাচ। অবশেষে ২৩তম ম্যাচে ভারতের হায়দরাবাদের কেনিয়ার বিপক্ষে কাঙ্খিত জয়টা পায় বাংলাদেশ। সেটা ছিল বাংলাদেশ, ভারত ও কেনিয়ার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। ম্যাচ জয়ের পরে দ্বিপাক্ষিক সিরিজ ব্যতিত কোনো সিরিজ বা টুর্নামেন্টের শিরোপা জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২১ বছর। A
হাল আমলের নতুন ক্রিকেট দর্শকরা হয়তো কেনিয়াকে দাপুটে খেলতে দেখেনি কিংবা খেলতেই দেখেনি কেউ কেউ। কিন্তু একসময় কেনিয়া বেশ শক্তিশালী দল ছিল। তখন তাদের বিপক্ষে বাংলাদেশের জয়কে তাই ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই।সেদিন হায়দরাবাদে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে কেনিয়া সংগ্রহ করেছিল ২৩৬ রান। বিনিময়ে বাংলাদেশ ৬ উইকেট ও ২ ওভার হাতে