চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বোর্ডের সমঝোতায় ঠিক হয়েছে ইংল্যান্ড ফিরতি সফরে আসার বদলে এই গ্রীষ্মে নিজ দেশেই পাকিস্তান সিরিজ আয়োজন করবে।

এ বছর ইংল্যান্ডের ফিরতি সফরে আসার কথা ছিল। কিন্তু পাকিস্তান প্রস্তাব করে তারা ইংল্যান্ড খেলতে রাজি। দুই বোর্ডের আলোচনায়ও সেই সিদ্ধান্তই আসে। ফলে আগামী জুলাই মাসে ইংল্যান্ডের উড়াল দেবে পাকিস্তান। যদিও অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে আইসিসি সন্দিহান, সেখানে এই দুই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্তই বলতে হচ্ছে।

জুলাই মাসের মাঝামাঝিতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান। এই সফরে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। চার্টার্ড ফ্লাইটে করে ইংল্যান্ডে যাবে পাকিস্তানি ক্রিকেটাররা। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ২৮ জনের একটি বহর যাবে সফরে। তবে এই সফরের জন্য কোনো ক্রিকেটারকে জোর করা হবে না বলে নিশ্চিত করেছে পিসিবি। স্বাস্থ্যঝুঁকির কারণে যদি কেউ যেতে না চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ