করোনাকালে খেলাধুলা বন্ধ থাকলেও ক্রিকেট অঙ্গনকে মাতিয়ে রাখতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়মিত হাজির হচ্ছেন লাইভে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ শো-তে তার সঙ্গী হচ্ছেন জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় তামিমের আগামী শো-তে থাকছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
কোহলি শুধু বর্তমান সময়ের সেরাই নন, তাকে গণ্য করা হয় ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলামের সাথে সর্বশেষ লাইভ শো শেষে তামিম জানিয়েছিলেন, পরবর্তী পর্বে থাকছে চমক। তামিমের সেই চমক হয়ে লাইভে আসছেন কোহলি।
তামিম ও কোহলির এই লাইভ আড্ডা শুরু হবে সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।এক ফেসবুক বার্তায় তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত ও বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেট তারকার গল্প সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
তামিম লাইভ শো এর শুরু করেন মুশফিকুর রহিমকে নিয়ে। সতীর্থ ও বন্ধু মুশফিককে নিয়ে তামিমের সেই শো বেশ প্রশংসা কুড়িয়ে নেয়। এরপর পালাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে লাইভ শো কর