লিটন দাসের খেলা যারা মনোযোগ দিয়ে দেখেছেন, তারা স্পষ্ট করে তার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন বের করতে পারবেন। অন্তত গত এক বছরে। মূলত পরিবর্তন ব্যাটিংয়ে নয়, মানসিকতায়। বঙ্গবন্ধু বিপিএল ও জিম্বাবুয়ে সিরিজে দারুণ করা এই ওপেনার জানিয়েছেন, কীভাবে তিনি ব্যাটিংকে নতুন রূপ দিয়ে সাফল্য পেয়েছেন।
লিটনের দাবি, দ্রুত শুরুর চেয়ে দেখেশুনে ধীরে শুরুর মানসিকতাই তার ব্যাটিংয়ে পরিবর্তন এনেছে। আর এর শুরুটা করেছিলেন গত বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সফরে। ‘নেটে আমি খুব অল্প সময় অনুশীলন করে চলে যাই। কিন্তু অনুধাবন করলাম আমি এটা করে সফল নাও হতে পারি। অন্য কিছু চিন্তা করা উচিৎ।’– বলেন লিটন।
লিটন তাই দেশে ফিরে সময় নিয়ে বল খেলার জোর অনুশীলন চালিয়ে যান। এ কাজে তাকে সহায়তা করেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বিশ্বকাপ থেকে শুরু করেন নতুন ছন্দে ব্যাটিং।
লিটন বলেন, ‘এখন অনেক অনুশীলন করি, কত দেরিতে খেলা যায়। দেরিতে খেললে এখন ভিশন অনেক ভালো হয়ে যায়, বল ভালো দেখতে পারি। আমার জন্য ক্রিকেট সহজ হয়ে যায়।‘অবশ্য তামিম ইকবাল মনে করেন, লিটনের জন্য বাউন্ডারি হাঁকানো শট খেলা অন্য ব্যাটসম্যানদের চেয়েও সহজ। লিটনের উদ্দেশ্