বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, টেস্ট অধিনায়ক মুমিনুল খুবই লাজুক স্বভাবের। সাকিব আল হাসানকে এক বছরের জন্য হারিয়ে দল যখন দিশেহারা, তখন মুমিনুলের হাতে তুলে দেওয়া হয় নেতৃত্ব। দলে তার চেয়েও সিনিয়র ক্রিকেটার আছেন; তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের কীভাবে সামলান, এই প্রসঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে মুমিনুল বলেছিলেন, সিনিয়র ক্রিকেটারদের ‘ঝাড়ি’ বা ধমকও দেন তিনি।
মুমিনুলের সেই ‘ঝাড়িতত্ত্ব’ আবারো উঠে আসলো তামিমের সাথে টেস্ট অধিনায়ক ও সৌম্য সরকার, লিটন দাসের লাইভ আড্ডায়। সেখানে তামিমের রসিক অনুযোগ- তাকে বকা দেন অধিনায়ক মুমিনুল। তবে মুমিনুলের দাবি- তামিমের ‘ভালোর জন্য’ই অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো বড় আমি তোর!’- তামিমের এমন রসিক কথার রেশ টেনে মুমিনুল বলেন, ‘আপনি যে বললেন- ঝাড়ি মারি, এটা পুরাপুরি ভুল বললেন। কয়েকজন সাংবাদিক জানতে চাচ্ছিলেন সিনিয়রদের ঝাড়ি মারি কি না। আমিও হাসিমুখে বললাম- ঝাড়ি মারি। ঝাড়ি একমাত্র আপনাকেই মারি। ঐটাও নির্ভর করে… বাজে শট খেলে আসলেন, তখন মারি। এছাড়া ঝাড়ি মারি না। ভালোর জন্যই ঝাড়ি মারি।’তামিম-মুমি