গাজীপুরে আরো ১১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

গাজীপুরে এক দম্পতিসহ আরো ১১ পোশাককর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছয়জন একই পোশাক কারখানার কর্মী। এ নিয়ে জেলায় বিভিন্ন পোশাক কারখানার ২৭ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তারা সবাই হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।আজ শনিবার গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর ইসলাম হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকাস্থিত ‘আলীম নিট ওয়্যার লিমিটেড’ কারখানার দুজন নারীসহ ছয়জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তাদের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য গত ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তারা নিজেদের ভাড়া বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত এ ছয়জনের মধ্যে দুজনের বাড়ি বগুড়া জেলায়। অন্যদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শেরপুরের নালিতাবাড়ি ও টাঙ্গইলের গোপালপুর থানায়। তিনি আরো জানান, মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ রোড এলাকার এল উসান ফ্যাশন পোশাক কারখানার এক কর্মী তাঁর স্বামীকে নিয়ে স্থানীয় ব