পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই এক সময়ের সতীর্থ দানিশ কানেরিয়া।
সাবেক এই লেগ স্পিনারের দাবি, ক্যারিয়ার জুড়ে আফ্রিদি অবহেলা করে গেছে তাকে। সীমিত ওভারের ক্যারিয়ার বড় না হওয়ার জন্যও সরাসরি আফ্রিদিকে দায়ী করেছেন কানেরিয়া।
গত বছর শোয়েব আখতার বলেছিলেন, হিন্দু বলে পাকিস্তান দলে বৈষম্যের শিকার হতে কানেরিয়া। কিছু ক্রিকেটার নাকি তার সঙ্গে খেলতে চাইত না। অনেক সাবেক ক্রিকেটারই এমন মন্তব্য শোনে শোয়েবকে সেই ক্রিকেটারদের নাম প্রকাশ করতে বলেছিলেন।
কানেরিয়াই এবার আফ্রিদির নাম বলে দিলেন, যার কাছ থেকে সব সময় অবহেলা পেয়েছেন। ‘শুরু থেকেই শাহীদ আফ্রিদি আমার বিপক্ষে ছিল। আমাকে সবসময় আলাদা করে দেখত।’- বলেন কানেরিয়া।
মামা অনিল দালপুতের পর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র হিন্দু ক্রিকেটার কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে উইকেট নিয়েছেন ২৬১টি। তবে ২০০০ থেকে ২০১০ পর্যন্ত একদিনের ম্যাচ খেলেছেন মাত্র ১৮টি।
এ জন্য আফ্রিদিকেই দায় দিচ্ছেন কানেরিয়া, ‘আমরা যখন একসাথে খেলতাম ও আমাকে সবসময় দলের বাইরে রাখত। ও আমাকে ওয়ানডে ক্রিকেট খেলতেই দেয়নি। ১০ বছরের