করোনার ঝুঁকি নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি নৌ-পথ পারি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ ফিরতে শুরু করেছে ।এতে করে শনিবার (১৬ মে) সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে গত দুইদিন আগেও রাজধানী ঢাকা মুখী যাত্রীদের চাপ ছিল বেশি।
ঘাট ও স্থানীয় সূত্রে জানাযায়, ঈদকে সামনে রেখে রাজধানীর ঢাকা থেকে করোনার ঝুঁকি নিয়ে দক্ষিণ অঞ্চলের জেলার মানুষজন ফিরতে শুরু করেছে। এ কারণে শনিবার সকাল থেকে ছোট-বড় সব ধরনের যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যায়। এদিন বেলা ১১ টা পর্যন্ত প্রায় ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। অতিরিক্ত চাপ সামাল দিতে এ নৌপথে ১৪টি ফেরি চলাচল করলেও হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সিরাজুল কবির বেলা তিনটার দিকে জানান, সকালে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পণ্যবাহী ও জরুরি সেবার গাড়ি পার করা হচ্ছে। করোনা ঝুঁকি সামাল দিতে পুলিশ বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে জনসাধারণকে ঘাটে আসতে বাঁধা দিচ্ছে। এতে করে গতকাল থেকে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ।
শিমুলি