করোনা সতর্কতায় এবার হচ্ছে না স্পেনের ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই। বুল-রিংয়ে মরতে হবে না হাজারো ষাড়কে। মহামারি পরিস্থিতি যেনো আশীর্বাদ হয়ে এসেছে প্রাণীর জন্য। আনন্দিত পশুপ্রেমীরাও। তবে বড় বড় উৎসবগুলো বাতিল হওয়ায় হুমকির মুখে এ শিল্পে জড়িত লাখো মানুষের জীবিকা। পুরো মৌসুম খেলা বন্ধ থাকলে নিঃস্ব হবেন অনেকে।
মাদ্রিদের লাস ভেন্তাস বুল রিং। প্রতি বছর এসময়ে ম্যাটাডোর আর উন্মত্ত ষাঁড়ের লড়াইয়ে জমজমাট থাকে চত্বর। লাখো মানুষের সমাগমে গমগম করে ভেন্যু। করোনাকালে এবার নেই কোনো আয়োজন।
কেবল মাদ্রিদ নয়, মহামারির প্রভাবে চলতি মৌসুমে স্পেনের প্রতিটি শহরেই খাঁ খাঁ করছে ষাড়ের লড়াইয়ের চত্বরগুলো। বাতিল হয়েছে সান ইদ্রিসো, সেভিয়ার এপ্রিল ফেয়ার, পামপ্লোনার সান ফারমিন-এর মতো জনপ্রিয় উৎসবগুলো। বিতর্কিত খেলা বাতিলে আনন্দিত পশুকল্যাণ সংস্থার সদস্যরা।
অ্যানিমেল রাইটস অ্যাক্টিভিস্ট এইডা গ্যাসকন বলেন, মহামারির দুঃসময়ে এটা নিঃসন্দেহে সুখবর। কারণ এবার নির্যাতনের মধ্য দিয়ে হাজার হাজার ষাড়ের মৃত্যু হবে না। জানি, তাদের কসাইখানায় পাঠানো হবে। তবুও মন্দের ভালো, এমন নিষ্ঠুর একটি খেলা বাতিল হয়েছে।