দশমিনায় সুদের টাকার চাইতে গিয়ে গণধোলাই, আহত ২

পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুর গ্রামে সুদের টাকা চাইতে গিয়ে জনতার গণধোলাইতে সুদখোরসহ ২ জন আহত হয়েছেন। আহত একজনকে গুরুতর জখম অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টায় গুয়া বাঁশবাড়িয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম আলীপুর গ্রামের হারুন সরদারের ছেলে মো. ইলিয়াছ হোসেন একই গ্রামের সুদ ব্যবসায়ী মো. ছিদ্দিক হোসনের কাছ থেকে দুই বছর আগে ১৫’শ টাকা সুদে নেয়। ইতিপূর্বে ৪ হাজার টাকা ইলিয়াছ সুদ পরিশোধ করেন।

গতকাল শনিবার সকালে একই এলাকার হেলালকে সাথে নিয়ে সুদ ব্যাবসায়ী ছিদ্দিক ও তার ছোট ভাই রফিকুল, রফিকুলের ছেলে সিফাত সুদের টাকার জন্য ইলিয়াছকে গুয়া বাশঁবাড়িয়া ব্রীজ এলাকায় ডেকে নেয় এবং সুদসহ ১৫’শ টাকা ফেরত চায়। ইলিয়াছ ওই টাকা করোনার মধ্যে দিতে পারবেনা বলে জানালে সুদ ব্যবসায়ীরা মিলে তাকে মারধর করেন।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে সুদ ব্যবসায়ী রফিকুল ও তার ছেলে সিফাতকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত রফিকুলকে রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সুদ ব্যবসায়ী ছিদ্দিক হোসেন জানান, সামান্য কথা