স্মৃতি সুখের, দুঃখেরও



মনে হয় এই তো সেদিন। অথচ ঊনচল্লিশ বছর পার। আকাশজুড়ে ঘোর কৃষ্ণ বর্ণের মেঘের সঘন জটলা, ঝড়ো বাতাস, অঝোর বৃষ্টি। ঘন ঘন একি বিদ্যুত জ্বলে! বিমান বন্দর থেকে ধানমন্ডি বত্রিশ যেন জনসমুদ্র। রাষ্ট্রের ডাইনে বামে অদৃশ্য কাঁটাতার, বর্ধমান ফণীমনসার বন। চারদিকে গোয়েন্দাদের অবাধ আস্তানা, সাপের হিসহিস শব্দ। বিপর্যস্ত গোলাপের বাগান। ঘোর মরীচিকায় চতুর্দিকে ভয় ধরানো কাঁপাকাঁপি। এই পরিস্থিতির মধ্যে দেশে ফিরলেন পিতা বঙ্গবন্ধুর যথার্থ উত্তরসূরি অসম সাহসী শেখ হাসিনা। তারিখটা মে মাসের সতেরো, উনিশ’শ একাশি সাল। কবি শাসসুর রাহমান লিখেছিলেন তাঁর অসাধারণ কবিতা, ইলেকট্রার গান। ‘আজ সে শুধুই স্মৃতি, বেদনার মতো বয়ে যায় আমার শিরায়।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি ঊনচল্লিশ বছর ধরে নানাভাবে পালিত হয়েছে। গুণীজনেরা পত্র-পত্রিকায় অজ¯্র্র কলাম লিখেছেন, কবিরা কবিতা রচনা করেছেন। আঁকা হয়েছে ছবি, সৃষ্টি হয়েছে গান। কেউ কেউ শেখ হাসিনার নিজ বাসভূমে প্রত্যাবর্তনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটির মিল খুঁজে পেয়েছেন। লিখেছেন উভয় দিনের জনস্রোতের কথা, আনন্দোল্লাসের কথা। এই আনন্দোল্লাসের বেলাতেই বো