নেপালে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

নেপালে করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রায় ৪ মাস পর দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রাজধানী কাঠমান্ডুর একটি জেলার বাসিন্দা ছিলেন মারা যাওয়া ২৯ বছর বয়সী ওই নারী।

গত ২৪ জানুয়ারি উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। সংক্রমণ ততটা ভয়াবহ না হলেও ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

এখন পর্যন্ত দেশটিতে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে তথ্য জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের।