আপনাদের জন্য অনেক সহজ, আমার জন্য কষ্ট: মুমিনুল

বাংলাদেশ ক্রিকেটে যে কজন ক্রিকেটারের গায়ে টেস্ট ক্রিকেটের তকমা সেঁটেছে, তাদের মধ্যে সবার আগে আসবে মুমিনুল হকের নাম। টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক তিনি। তবে সীমিত পরিসরের ক্রিকেটে সুযোগ পান না মুমিনুল। এনিয়ে খানিক আক্ষেপ থাকলেও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বলা যায় ২০১৫ বিশ্বকাপের পর মুমিনুলের শরীর থেকে বাংলাদেশ দলের রঙ্গীন জার্সি নেমে গেছে। তার নামের পাশে এখন শুধুই টেস্ট ক্রিকেটারের খেতাব। তবে ২০১৮ সালের এশিয়াকাপে বেশ নাটকীয়ভাবে ওয়ানডে দলে সুযোগ পান মুমিনুল। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার।

সেই টুর্নামেন্টে দু’বার ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। সেই সুযোগ কাজে কাজে লাগাতে পারেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৯, এবং পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে আউট হন ৫ রান করে। এরপর সাদা বলের ফরম্যাটে আর দেখা যায়নি মুমিনুলকে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেও এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না টাইগারদের। শনিবার (১৬মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের সাথে সরাসরি ভিডিও আড্ডার এক ফাকে উঠে আসে প্রসঙ্গটি।

যেখানে