ডেস্ক নিউজঃ বরিশালের ঈদ বাজারে প্রতিদিন ভিড় বাড়ছে। রবিবারও ক্রেতার ঢল নেমেছিল নগরীর চকবাজার এলাকায়। শারীরিক দূরত্বসহ কোন ধরনের স্বাস্থ্য বিধি মানা হয়নি বরিশালের এই প্রধান ঈদ বাজারে। কেনাকাটায় ঈদের আমেজ তুঙ্গে। ফুটপাতেও চলে বেচাকেনা। মার্কেট-দোকানে ক্রেতা-বিক্রেতার করোনা ভীতি উধাও হয়ে গেছে।
এদিকে ঈদ বাজারে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় শিশুসহ পরিবারের একাধিক সদস্য নিয়ে কেনাকাটা করতে আসায় ৪টি পরিবার এবং স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সূত্রঃ বিডি প্রতিদিন
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।