দেশের অন্যতম পত্রিকা দৈনিক আলোকিত সকালে এবার করোনা হানা দিয়েছে। সেখানকার এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর জেলা) হয়ে কর্মরত আছেন। আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত সাংবাদিক কয়েকদিন ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। পরে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। তার সাথে আলোকিত সকাল নিয়মিত যোগাযোগ করছে এবং তার পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবে বলে জানিয়েছে পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
দেশের অন্যতম পত্রিকা দৈনিক আলোকিত সকালে এবার করোনা হানা দিয়েছে। সেখানকার এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর জেলা) হয়ে কর্মরত আছেন। আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত সাংবাদিক কয়েকদিন ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। পরে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। তার সাথে আলোকিত সকাল নিয়মিত যোগাযোগ করছে এবং তার পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবে বলে জানিয়েছে পত্রিকার সম্পাদক ও প্রকাশক।