করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে গিয়েছিল ক্রিকেটবিশ্ব। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ায় জুনে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। ৬ জুন থেকে ডারউইনে শুরু হবে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট।
কোভিড-১৯ এর আঘাতের পর এটিই প্রথম কোনো প্রতিযোগিমূলক ক্রিকেটের আসর। তবে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে টুর্নামেন্টের জন্য গাইডলাইন প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘাম বা মুখের লালা ব্যবহার করে বল চকচকে করার কাজ নিষিদ্ধ করা হচ্ছে।
সেক্ষেত্রে আইসিসির সাথে আলোচনা করে বল চকচকে করার বিকল্প চিন্তা ভাবা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো আম্পায়ারের উপস্থিতিতে মোম জাতীয় পদার্থের সাহায্যে বল চকচকে করা।
ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান লাচলান বেয়ার্ড এ ব্যাপারে এবিসিকে বলেন, “বিকল্প উপায় খুঁজে বের করার জন্য আইসিসি ক্রিকেটের সব অংশীজনদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। ওয়াক্স অ্যাপ্লিকেটর ব্যবহার বিকল্প হয়ে দাঁড়াবে কিনা সেটা বিবেচনায় আছে।”
এর আগে অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজলউড এব