ঈদে গ্রামের বাড়ি যেতে দেওয়া হবে না: আইজিপি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এর মধ্যেই অনেকে ঈদকে সামনে রেখে সাধারণ ছুটিতে ঢাকায় আসা-যাওয়া করছেন।  এটি বন্ধ করতে ঈদ উদযাপনে কাউকে গ্রামের বাড়ি যেতে না দিতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (১৭ মে) মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশনা দেন।

এ কনফারেন্সে বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনোভাবেই যেন কেউ ঢাকায় প্রবেশ এবং ঢাকার বাইরে যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শপিংমল ও মার্কেটে যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখায় সেটি নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়