আকাশছোঁয়া দামে বিক্রি হল মাশরাফির ব্রেসলেট

করোনাভাইরাস মোকাবেলায় ১৮ বছর ব্যবহৃত ব্রেসলেট নিলামে তুলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সেই স্মৃতিবিজড়িত ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। 

মাশরাফির এই ব্রেসলেটের নিলাম কার্যক্রমের দায়িত্বে ছিল করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়ে তারকাদের স্মারক নিলামের গুরুদায়িত্ব নেওয়া অনলাইন প্লাটফর্ম অকশন ফর অ্যাকশন। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে এই ব্রেসলেটের নিলাম শুরু হয় ১৬ মে। ১৮ মে প্রথম প্রহরে নিলাম শেষ হয়। নিলামের শেষদিকে বিডারদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।

৪২ লাখ টাকা মূল্যে নিলামে ব্রেসলেটটি কিনে নেয় ব্যাংকিং প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্স। সবচেয়ে বেশি দর হাঁকানোয় প্রতিষ্ঠানটিকে বিজয়ী বলে চিহ্নিত করে অকশন ফর অ্যাকশন।

নিজের নাম খচিত এই ব্রেসলেট দীর্ঘ ১৮ বছর ব্যবহার করেছেন মাশরাফি। জাতীয় দলের সাবেক অধিনায়কের ক্যারিয়ারের উত্থান-পতন জড়িয়ে আছে এই স্মারকটিতে। শনিবার (১৬ মে) নিলাম শুরু হলেও নিলামের বিডের তথ্য প্রথমবার প্রকাশ করা হয় রবিবার (১৭ মে) সন্ধ্যার দিকে। ৬টা ১০ এর হালনাগাদ অনুযায়ী, নিলামের দর হাঁকানো হয় ৭ লাখ ৫০ হাজার বা সাড়ে ৭ লাখ টাকা। সন্