এবার করোনায় আক্রান্ত মুন্সিগঞ্জের ডিসি

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার ওরফে খোকন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকালে ‘নিপসম’ থেকে শনাক্ত রিপোর্ট পাওয়া পর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।

ডিসি মনিরুজ্জামান বলেন, কোনো রকম উপসর্গ এখনো দেখা যায়নি। সকলের দোয়া চেয়েছেন তিনি।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েবের করোনাভাইরাস শনাক্ত হয়। তার সাথে মিটিং করার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য নিপসম এ পাঠানো হয়।

এরমধ্য থেকে গতকাল জেলা প্রশাসক ছাড়াও প্রশাসনের আরেক কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি ৪২ বছর বয়সী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। তিনিও তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জানান প্রশাসনের এ কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায়, ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার ওরফে খোকন সম্মুখযোদ্ধা হিসাবে মুন্সিগঞ্জ জেলার করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া কর্মহীন দরিদ্র মানুষের কাছে যথাযথভাবে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেদে সম্প্রদায়সহ তৃণম